মুম্বই : অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে এখনও অবধি মুখ খোলেননি কারও পরিবার । সবাই সবকিছু জানে, তাও কেউ এই নিয়ে প্রকাশ্যে কথা বলতে স্বচ্ছন্দ্য নন যেন । তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অনিল কাপুর জানিয়েছিলেন এই বিষয়ে তাঁর মনোভাব ।
অনিল বলেন যে, অর্জুন যেটা করে খুশি হবে, সেটাই করা উচিত ওঁর । নিজের মনকে ফলো করার সিদ্ধান্তে তিনি আছেন অর্জুনের পাশে ।
তবে পুরোটাই অর্জুন আর মালাইকার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই সেই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে চাননি অনিল । পরিবারের প্রবীণ হিসেবে ছেলেমেয়ের খুশি থাকাটাই তাঁর কাছে কাম্য, জানিয়েছিলেন অভিনেতা ।
অর্জুন আর মালাইকা কখনই সরাসরি কথা বলেননি তাঁদের সম্পর্ক নিয়ে । তবে কখনও গোপনও করেননি । সম্প্রতি একটি লাইভ চ্যাটে অর্জুনকে প্রশ্ন করা হয় তাঁদের বিয়ে প্রসঙ্গে ।
কোনও রাখঢাক না করেই তিনি বলেন যে, "এখনও কোনও প্ল্যান নেই । তবে কিছু ঠিক হলে কখনও লুকোবো না ।" এটাও তো একধরনের স্বীকৃতিই, নাকি !