পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুপমের সঙ্গে মদ সহযোগে সেলিব্রেশন চান অনিল, ট্রোলড সোশাল মিডিয়ায় - অনিল কাপুরের খবর

অনুপম খেরের সঙ্গে অনিল কাপুরের বন্ধুত্বের কথা জানেন অনেকেই । অনুপমের সাফল্যে একটু সেলিব্রেট করবেন না অনিল ?

anil kapoor and anupam kher to celebrate together
anil kapoor and anupam kher to celebrate together

By

Published : Apr 16, 2020, 6:00 PM IST

কলকাতা : অনুপম খেরের আন্তর্জাতিক টিভি শো 'নিউ অ্যামস্টারডম'-এর জনপ্রিয়তা পৌঁছেছে এক অন্য উচ্চতায় । অ্যামেরিকার TRP তালিকায় সর্বোচ্চ স্থান দখল করেছে এই সিরিজ়ের ফিনালে এপিসোড । বন্ধুর এই সাফল্যে খুবই খুশি অনিল । মদ সহযোগে এই খবর সেলিব্রেট করতে চান তিনি । এই ইচ্ছে প্রকাশ করাতেই সোশাল মিডিয়ায় ট্রোলড অভিনেতা ।

অনুপমের শেয়ার করা এই খবরটি নিজেরে পেজে পোস্ট করে অনিল লিখেছেন, "দারুণ ব্যাপার বন্ধু...আজ তো একটা ড্রিঙ্ক নিতেই হবে ।" যদিও দুই তারকাই কোয়ারেন্টাইনে রয়েছেন, তবুও ভার্চুয়ালি একটু সেলিব্রেশন হলে মন্দ কী !

তবে অনিলের এই মন্তব্য খুব একটা সহজ ভাবে নিতে পারেননি নেটিজেনরা । সুযোগ পেয়ে তারাও মজা করতে ছাড়েননি । রীতিমতো ট্রোল করা হয়েছে অভিনেতাকে ।

কেউ লিখেছেন, "বাইরে লকডাউন স্যার, আপনারা নিশ্চয়ই ইনস্টাগ্রাম আর হোয়াটস্যাপ পার্টির কথা বলছেন ।" তো কারও মন্তব্য, "মোদিজি একটা কথা বলতে ভুলে গেছিলেন, মদের দোকান কিন্তু বন্ধ থাকবে ।"

অনিল কাপুর আর অনুপম খের প্রতিবেশীও বটে । তবে এই মুহূর্তে কেউ কারও বাড়ি যাচ্ছেন না, কথা বলছেন বারান্দা থেকেই, সোশাল ডিসট্যান্সিং বজায় রেখে ।

ABOUT THE AUTHOR

...view details