পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত হননি, জানালেন অনিল কাপুর - Anil Kapoor Covid negative

টুইটারে অনিল কাপুর লেখেন, "আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । আপনাদের সবার শুভেচ্ছা ও চিন্তার জন্য অনেক ধন্যবাদ ।"

asd
asd

By

Published : Dec 4, 2020, 10:46 PM IST

মুম্বই : এই মুহূর্তে চণ্ডীগড়ে 'যুগ যুগ জিও'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অনিল কাপুর । এদিকে কোরোনায় আক্রান্ত হয়েছেন এই ছবির একাধিক কলাকুশলী । সেই তালিকায় রয়েছেন নীতু কাপুর ও বরুণ ধাওয়ান ।

এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর শোনা যাচ্ছিল যে নীতু ও বরুণের পাশাপাশি কোরোনা আক্রান্ত হয়েছেন অনিলও । যদিও পরে টুইট করে নিজের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার কথা জানান তিনি ।

টুইটারে তিনি লেখেন, "আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । আপনাদের সবার শুভেচ্ছা ও চিন্তার জন্য অনেক ধন্যবাদ ।"

তবে শুধুমাত্র নীতু ও বরুণই নন । কোরোনায় আক্রান্ত হয়েছেন ছবির পরিচালক রাজ মেহেতাও ।

'যুগ যুগ জিও'-তে বরুণের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদবানী । এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও ইউটিউব সেনসেশন প্রজাক্তা কোলি । এখনও পর্যন্ত এই তিন তারকা কোরোনায় আক্রান্ত হননি বলেই জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details