পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'যুগ যুগ জিও'-র শেষ শিডিউলের প্রস্তুতি নিচ্ছেন অনিল - অনিল কাপুরের খবর

উদয়পুরে 'যুগ যুগ জিও'-র শেষ শিডিউলের শুটিং করছেন অনিল কাপুর । তাই এই বয়সেও মেহনত আর কসরৎ করে শরীর তৈরি করছেন অভিনেতা ।

anil kapoor in jug jug jiyo
anil kapoor in jug jug jiyo

By

Published : Jan 31, 2021, 8:24 PM IST

মুম্বই : বলিউডের চিরন্তন যুবক অনিল কাপুর আবার নতুন অবতারে । 'যুগ যুগ জিও'-র শেষ শিডিউলের শুটিং করার জন্য মেহনত করে শরীর তৈরি করছেন অভিনেতা ।

রাজস্থানের উদয়পুরে চলছে 'যুগ যুগ জিও'-র শুটিং । বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানী, নীতু কাপুর, প্রজাক্তা কোলির সঙ্গে সেখানে রয়েছে অনিলও ।

64-র অনিল নিজের চরিত্রের জন্য পুরোদমে তৈরি হচ্ছেন । শুধু মানসিকভাবে নয়, শারীরিক ভাবেও । বেশ কয়েক বছর ধরে মাসল তৈরি করার ট্রেনিং শুরু করেছেন তিনি । ফলও পেয়েছেন । তবে নতুন লুকে যেন একদম জোয়ান অনিল ।

এত ইয়ং, এত ডেডিকেটেড...অনিল কাপুর ছাড়া কে-ই বা হতে পারেন ! দেখে নিন তাঁর ইনস্টাস্টোরি...

.

ABOUT THE AUTHOR

...view details