পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

একে ভার্সেস একে : ইউনিফর্ম পরা নিয়ে আপত্তি বায়ুসেনার, ক্ষমা চাইলেন অনিল - অনিল কাপুরের খবর

'একে ভার্সেস একে' ছবির ট্রেলারে অনিল কাপুরকে বায়ুসেনার ইউনিফর্ম পরতে দেখা গেছে । কিন্তু, সেই পোশাক পরার ধরন নিয়ে আপত্তি তুলেছে ভারতীয় বায়ুসেনা । সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলেন অনিল ।

Anil kapoor in AK vs AK
Anil kapoor in AK vs AK

By

Published : Dec 10, 2020, 11:00 AM IST

Updated : Dec 10, 2020, 11:08 AM IST

মুম্বই : সদ্য মুক্তি পেয়েছে 'একে ভার্সেস একে'-র ট্রেলার । অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপ অভিনীত নতুন ধরনের এই ছবি নিয়ে উৎসাহী দর্শক । তবে গোল বেঁধেছে অন্য জায়গায় । কী ব্যাপার ?

ছবিতে কিছু সময়ের জন্য বায়ুসেনার ইউনিফর্ম পরতে দেখা গেছে অনিল কাপুরকে । তবে সেই পোশাক নাকি ঠিকভাবে পরা হয়নি এবং তা পরেই অকথ্য ভাষায় অনুরাগ কাশ্যপকে গালিগালাজ করেছেন অনিল । যদিও অনিল পুরোটাই স্ক্রিপ্ট অনুযায়ী করেছেন । তবে বিষয়টা মোটেই ভালোভাবে নেয়নি ভারতীয় বায়ুসেনা ।

ভারতীয় বায়ুসেনার এই ক্ষোভের কথা জানতে পেরেছেন অনিল । আর তা জানার পরই অবিলম্বে সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেতা ।

অনিল জানিয়েছেন, "ছবিতে আমি এক অভিনেতার চরিত্রে অভিনয় করছি । সে তার অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য বাধ্য হয়ে একটি বিশেষ কারণে ওই পোশাক পরে । আর মেয়েকে খুঁজে না পেয়ে সেই রাগটা তার সংলাপের মধ্যে দিয়ে বেরিয়ে আসে । কাউকে ছোটো করা বা অপমান করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না ।"

এই দেশের জন্য ভারতীয় বায়ুসেনার নিঃস্বার্থ বলিদান প্রত্যেকদিন স্বীকার করেন অনিল এবং তাঁদের প্রতি অভিনেতার শ্রদ্ধা নির্ভেজাল...নিজেই জানিয়েছেন অভিনেতা । দেখে নিন সেই ভিডিয়ো..

Last Updated : Dec 10, 2020, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details