পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"খুব অল্প বয়সে চলে গেলেন", সুষমা স্বরাজের মৃত্যুতে আক্ষেপ অনিলের - বলিউড

সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুর শক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। তাই আজও সোশাল মিডিয়া উপচে পড়ছে শোকবার্তায়। একটি প্রেসমিটে এসে নিজেদের প্রতিক্রিয়া শেয়ার করলেন অনিল কাপুর ও সুভাষ ঘাই।

সুষমা স্বরাজ

By

Published : Aug 8, 2019, 12:52 PM IST

মুম্বই : সম্প্রতি মুম্বইয়ের একটি প্রেসমিটে এসেছিলেন অনিল কাপুর ও সুভাষ ঘাই। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের তরফ থেকে সুষমা স্বরাজের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় তাঁদের কাছে। অনিল বলেন...

"খুব অল্প বয়সেই চলে গেলেন। আমি ভাবতেই পারিনি ঘটনাটা এত তাড়তাড়ি ঘটে যাবে। কিছু মানুষ এমন হয় যাঁদের সঙ্গে দেখা না করেও আপনার মনে হবে যে, তাঁর সঙ্গে একটা যোগাযোগ আছে আপনার। তাঁরা যা করেন, সেটা দেশের জন্য করেন। ওঁর কথাবার্তা, উপস্থিতির মধ্যে সেই ব্যাপারটা ছিল, আমি দূর থেকেই ওঁকে সম্মান করতাম।"

অনিল...

সুভাষ ঘাইও ব্যক্ত করেন তাঁর অনুভূতি। বলেন, "আমি ছোটো থেকেই ওঁকে দেখে এসেছি, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন দেশনেত্রী হিসেবে। সুষমা স্বরাজজীর ভাবনা, বক্তব্য ও কাজ প্রতিটাই দেশের উদ্দেশ্যে নিবেদিত ছিল। অবশ্যই এটা একটা বিরাট ক্ষতি।"

দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details