মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মামলা এখন CBI-এর অধীনে । মুম্বই পুলিশের তদন্তে ভরসা রাখতে না পেরে সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং দ্বারস্থ হয়েছেন CBI-এর । কিন্তু, মুম্বই পুলিশ খুব প্রফেশনালি কাজ করছে বলে দাবি মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী অনিল দেশমুখের ।
মিডিয়ার মুখোমুখি হয়ে অনিল বললেন, "11 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে । সেদিন কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেটা দেখে আমরা পরবর্তী তদন্ত প্রক্রিয়া স্থির করব ।"