পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত মামলায় মুম্বই পুলিশ খুব প্রফেশনালি কাজ করছে : মন্ত্রী অনিল দেশমুখ - সুশান্ত সিং রাজপুত মামলা

সুশান্ত সিং রাজপুতের মামলায় মুম্বই পুলিশ খুব প্রফেশনালি কাজ করছে, দাবি মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী অনিল দেশমুখের । তবে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, তার উপর নির্ভর করছে মুম্বই পুলিশের পরবর্তী তদন্ত প্রক্রিয়া ।

Anil Deshmukh on Sushant Singh Rajput's case
Anil Deshmukh on Sushant Singh Rajput's case

By

Published : Aug 8, 2020, 4:02 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মামলা এখন CBI-এর অধীনে । মুম্বই পুলিশের তদন্তে ভরসা রাখতে না পেরে সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং দ্বারস্থ হয়েছেন CBI-এর । কিন্তু, মুম্বই পুলিশ খুব প্রফেশনালি কাজ করছে বলে দাবি মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী অনিল দেশমুখের ।

মিডিয়ার মুখোমুখি হয়ে অনিল বললেন, "11 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে । সেদিন কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেটা দেখে আমরা পরবর্তী তদন্ত প্রক্রিয়া স্থির করব ।"

অনিলকে এদিন প্রশ্ন করা হয় যে, মুম্বই পুলিশ কি সুশান্ত মামলার তদন্ত পুরোপুরি CBI-এর হাতে তুলে দেবে ? নাকি তারা প্যারালাল ভাবে তদন্ত চালিয়ে যাবে..এই প্রশ্নের উত্তরে দেশমুখ বলেন,

"মুম্বই পুলিশ খুব প্রফেশনালি কাজ করছে । সঠিক পদ্ধতিতে তদন্ত করছে । তাও সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটা আমরা দেখব । আর তারপর পরবর্তী সিদ্ধান্ত নেব ।"

দেখে নিন ভিডিয়ো...

শুনুন অনিল দেশমুখের বক্তব্য..

ABOUT THE AUTHOR

...view details