মুম্বই : ক্যানসার ধরা পরার পর 'আংরেজ়ি মিডিয়াম'-এর মাধ্যমেই বলিউডে কামব্যাক করতে চলেছেন ইরফান খান । সম্পূর্ণ সুস্থ না হওয়া সত্ত্বেও এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি । শুটিং করতে করতে অসুস্থও হয়ে পড়েছিলেন । তবে ছবির ট্রেলার দেখে একবারের জন্য সেসব মনে হবে না । শারীরিক অসুস্থতাকে জয় করে অভিনয়ে ঝড় তুললেন ইরফান ।
ইরফানের মেয়ের চরিত্রে এখানে অভিনয় করছেন রাধিকা মদন । বাবা-মেয়ের জুটিতে বেশ মানিয়েছে তাঁদের । ছবির আরও এক আকর্ষণ হলেন দীপক দোব্রিয়াল । 'হিন্দি মিডিয়াম'-এ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, আর তখন থেকেই এই ফ্র্যাঞ্চাইজ়ির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন দীপক । 'আংরেজ়ি মিডিয়াম'-এ তাঁর স্ক্রিন প্রেজ়েন্স চুম্বকের মতো আটকে রাখবে দর্শককে ।