মুম্বই : বলিউডের অন্যতম আইডিয়াল কাপল হিসেবে ধরা হয় নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদিকে । তবে উপর থেকে যতটা সহজ মনে হয়, আদপে ততটা সহজ ছিল না তাঁদের এই প্রেমের জার্নি । বিয়ের আগেই নেহার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে একেবারেই খুশি হননি তাঁর বাবা-মা । অঙ্গদ আর নেহাকে সেই সময়ে শুনতে হয়েছে অনেক কটু কথা । শেয়ার করলেন অঙ্গদ..
তিনি বললেন, "নেহা ওর বাবা-মাকে প্রেগনেন্সির খবরটা দিতে পারেনি । তাই আমরা ভেবেছিলাম যে, ওদের গিয়ে বলব আমরা বিয়ে করতে চাই । আমি অসম্ভব নার্ভাস ছিলাম, কারণ টেকনিকালি ওই দিনটা আমার জাজমেন্ট ডে ছিল ।"
হাত-পা ঠান্ডা হয়ে গেছিল অঙ্গদের । তিনি বললেন, "আমার হাত-পা ঠান্ডা হয়ে গেছিল । ওর বাবা-মায়ের কাছে ওর প্রেগনেন্সির কথা বলা...আর আমি নিশ্চিত ছিলাম যে, কথাটা আমাকেই বলতে হবে । নেহা কিছুই বলবে না । আর পুরো প্রতিক্রিয়াটা আমাকেই শুনতে হবে ।"
শুনতে হয়েছিল দু'জনকে । দুশ্চিন্তায় নেহার মায়ের নাক থেকে রক্তও বেরোতে শুরু করে । তবে এখন সব শান্ত । নাতনি মেহরকে নিয়ে খুবই খুশি ধুপিয়া পরিবার । পুরোনো কথা মনে পড়লে সময়টাকে একটা স্মৃতি হিসেবেই ভাবেন নেহা-অঙ্গদ, মনে কোনও তিক্ত অভিজ্ঞতা পুষে রাখেন না ।
নেহাকে সম্প্রতি দেখা গেছে 'দেবী' নামে একটি শর্টফিল্মে । অন্যদিকে অঙ্গদকে দেখা গেছিল 2019-এর 'দ্য় জ়োয়া ফ্য়াক্টর' ছবিতে ।