মুম্বই :কথা হচ্ছে অনন্যা পাণ্ডেকে নিয়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, শাহরুখ অনন্যার খুবই কাছের। চাঙ্কি পাণ্ডের পর শাহরুখকেই সবথেকে বেশি বিশ্বাস করেন, ভরসা করেন অনন্যা।
সুহানা আর অনন্যা অনেক বছরের বন্ধু। বলতে গেলে তাঁরা একসঙ্গেই বড় হয়েছেন। তাঁদের গার্ল গ্যাং এখনও অটুট রয়েছে। একে অপরের পারিবারিক বন্ধুই বলা যায় অনন্যা আর সুহানাকে। ফাঁক পেলেই একে অপরের বাড়ি চলে যান তাঁরা। এমনকি আব্রামের অন্যতম খেলার সঙ্গী অনন্যা। সেই সূত্রে শাহরুখ যে অনন্যার বাবার মতোই হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।