পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"বরুণের প্রেমে পড়েছি", অকপট অনন্যা - Ananya Pandey

'স্টুডেন্ট অফ দা ইয়ার'-এর অন্যতম জনপ্রিয় স্টুডেন্ট বরুণ ধাওয়ানের প্রেমে পড়েছেন অনন্যা পাণ্ডে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন তিনি।

অনন্যা-বরুণ

By

Published : Apr 30, 2019, 8:22 PM IST

কার্তিক আরিয়ান আর অনন্যা পাণ্ডের সম্পর্ক নিয়ে বেশ একটা জল্পনা চলছিল বলিউডে। শোনা গেছিল অনন্য়ার সঙ্গে ডেট করছেন কার্তিক। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে অন্যন্যা স্বীকার করলেন "বরুণের প্রেমে পড়েছি"।

এক সর্বভারতীয় পত্রিকা থেকে অনন্যাকে প্রশ্ন করা হয়, কার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন? উত্তরে তিনি বলেন, "আলিয়া ভাট আর করিনা কাপুর খানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমি ওঁদের নিয়ে অবসেসড। আর বরুণ ধাওয়ানের ব্যাপারেও।"

বরুণের ব্যাপারে তিনি আরও বলেন, "ওঁর এনার্জি...ও খুব মিষ্টি। ও জানে আমি ওঁর প্রেমে পড়েছি। আর তাই ব্যাপারটা একটু অস্বস্তিকর।"

বরুণের ৩২ তম জন্মদিনে অনন্যা শুভেচ্ছাবার্তা জানিয়ে একটি পোস্ট করেন। সেখানেও তিনি তাঁর ভালোলাগার ইঙ্গিত দিয়েছেন।

২০১২ সালে 'স্টুডেন্ট অফ দা ইয়ার' ছবিতে ডেবিউ করেন বরুণ, আলিয়া আর সিদ্ধার্থ মালহোত্র। সেই ছবিরই সিক্যুয়েলে ডেবিউ করছেন অনন্যা পাণ্ডে। চলতি বছরের ১০ মে মুক্তি পাবে 'স্টুডেন্ট অফ দা ইয়ার ২'।

ABOUT THE AUTHOR

...view details