মুম্বই : নেপোটিজ়ম বা স্বজনপোষণ । ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে এই কথাটি অতোপ্রতোভাবে যুক্ত । সম্প্রতি এ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন অনন্যা পান্ডেও । তবে নিজের মত প্রকাশ করে নেটিজ়েনদের কাছে ট্রোলড হয়েছেন তিনি ।
সম্প্রতি একটি টিভি শো-তে গিয়েছিলেন অনন্যা । সেখানেই এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "অনেকেই ভাবেন যে এটা গ্ল্যামারাস । আর আমি যা চেয়েছি সব পেয়েছি । চাঙ্কি পান্ডেকে বাবা হিসেবে পেয়ে আমি খুব খুশি । যখন নেপোটিজ়মের জন্য মানুষ আমাকে অপছন্দ করে, তখন চাঙ্কি পান্ডের মেয়ে হিসেবে আমি লজ্জা পাই না । বাবা এখনও কাজ করে চলেছে । আর আমি তার জন্য গর্ববোধ করি ।"
নিজের লড়াইয়ের দিনগুলির কথা বলতে গিয়ে অনন্যা বলেন, "আমি সবসময়ই অভিনেত্রী হতে চাইতাম । আমার বাবা অভিনেতা এই কারণে নয়, আসলে আমি অভিনয়ের কোনও সুযোগই হাতছাড়া করিনি । আমার জার্নিটা অতটাও সোজা নয়, যতটা মানুষ ভাবে । সবারই নিজস্ব একটা জার্নি রয়েছে । বাবা কখনও ধর্মা প্রোডাকশনের ছবিতে কাজ করেনি । এমনকী, 'কফি উইথ করণ'-এও যায়নি ।"