পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দীপিকার সঙ্গে প্রথম কাজ, কেমন অভিজ্ঞতা অনন্যার ? - অনন্যা পান্ডের খবর

দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথম কাজ অনন্যা পান্ডের । সুপারস্টার দীপিকাকে কাছ থেকে দেখে কেমন লাগল অনন্যার ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন অভিনেত্রী ।

Deepika Padukone costar Ananya Pandey
Deepika Padukone costar Ananya Pandey

By

Published : Nov 8, 2020, 2:22 PM IST

মুম্বই : লকডাউনের পর যাবতীয় বিধিনিষেধ মেনে শুটিংয়ে ফিরেছেন অনন্যা পান্ডে । শকুন বতরা পরিচালিত পরবর্তী ছবিতে কাজ করছেন তিনি । আর তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী । পাশে দীপিকা, কেমন লাগল অনন্যার ?

এক কথায় অনন্যা প্রকাশ করলেন নিজের অনুভূতি । বললেন, ঠিক নিজের ফ্যামিলির মতোই কাছের মনে হয়েছে তাঁর দীপিকাকে । সিদ্ধান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো অনন্যার ।

শকুন বতরার পরিচালনায় কাজ করা একটা স্বপ্ন ছিল মিস পান্ডের । এই প্রসঙ্গে তিনি বললেন, "শকুন আমার ড্রিম ডিরেক্টর । আমি কাদের সঙ্গে কাজ করতে চাই সেই নিয়ে একটা তালিকা তৈরি করেছিলাম । তার মধ্যে শকুনের নামও ছিল । তাই যখন সুযোগটা আসে, আমি বিশ্বাসই করতে পারিনি ।"

এই ছবির শুটিং চলতে চলতেই NCB তলব করে দীপিকাকে । তখন তাঁকে গোয়া ছেড়ে মুম্বই ফিরতে হয় । অনন্যা আর সিদ্ধান্ত থেকে যান সেখানে । তাঁদের অংশগুলোর শুট চলতে থাকে । NCB-র জিজ্ঞাসাবাদের পর দীপিকা গোয়া ফিরে ফের শুরু করে শুটিং ।

আপাতত গোয়ার শিডিউল শেষ করে তিনজনই ফিরেছেন মুম্বই । কয়েকদিন আগে ধর্ম প্রোডাকশনের অফিসে দেখা যায় অনন্যা-সিদ্ধান্ত ও দীপিকাকে ।

ABOUT THE AUTHOR

...view details