পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং মিস করছেন অনন্যা - অনন্যা পান্ডের খবর

খুব তাড়াতাড়ি মুক্তি পাবে অনন্যা পান্ডে আর ঈশান খট্টর অভিনীত 'খালি পিলি' । শেষ হয়েছে শুটিং, প্রকাশ্যে এসেছে টিজ়ার । তাই শুটিং ফ্লোরে কাটানো সময়টা মিস করছেন অনন্যা ।

ananya pandey khaali peeli
ananya pandey khaali peeli

By

Published : Aug 27, 2020, 10:09 PM IST

মুম্বই : অনন্যার ক্যারিয়ারে তৃতীয় ছবি 'খালি পিলি' । আগের দু'টো ছবির থেকে অনেকটাই আলাদা তাঁর এই ছবির চরিত্রটি । শান্ত, মিষ্টি স্বভাব ছেড়ে একেবারে অন্য অবতারে দেখা যাবে ফিল্মের 'পূজা'-কে । তবে ফিল্মের শুটিং শেষ । তাই 'পূজা' এখন অনন্যার থেকে অনেকটাই দূরে । মিস করছেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রামে 'খালি পিলি'-র দু'টি স্টিল ছবি শেয়ার করেছেন অনন্যা । 'পূজা'-র বেশে একটি গাড়িতে বসে তিনি । গাড়ির কাচ আবার ভাঙা । বেশ অ্যাকশন প্যাক্ট দৃশ্যের শুটিং হচ্ছিল মনে হয় ।

ছবি শেয়ার করে অনন্যা লিখেছেন, "পূজা হয়ে ওঠা এবং অ্যাকশন দৃশ্যের মধ্যেই ব়্যান্ডম ফোটোশুট করাকে ইতিমধ্যেই মিস করছে আমি ।" দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

'খালি পিলি'-র টিজ়ার মুক্তি পাওয়ার পর দর্শক খুব একটা পছন্দ করেননি ভিডিয়োটি । শুধুমাত্র টিজ়ারের কোয়ালিটির জন্য নয়, সুশান্তের মৃত্যুও এই বিশাল সংখ্যক ডিজ়লাইকের জন্য দায়ি বলে মনে করছেন বিশেষজ্ঞরা । কারণ অনন্যা আর ঈশান এই দু'জনেই স্টারকিড । তবে এইসবের তোয়াক্কা না করে নির্দিষ্ট সময়েই মুক্তি পাবে 'খালি পিলি' ।

ABOUT THE AUTHOR

...view details