মুম্বই : শাহিদ কাপুরের সঙ্গে অমৃতা রাওয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো । একাধিক ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা । ’ইশক ভিশক‘, 'লাইফ হো তো এয়সি' এবং 'বিবাহ' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের । অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক ছিল বলে মনে করেন অনেকেই । যদিও একথা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন অমৃতা ।
’ইশক ভিশক‘ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহিদের । ত্রিকোণ প্রেমের গল্প তুলে ধরা হয়েছিল সেই ছবিতে । ছিলেন অমৃতাও । আর তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছিল । বড় পরদার বাইরেও তাঁদের সম্পর্ক রয়েছে বলে মনে করতেন অনেকেই । তা নিয়ে বেশ চর্চাও হয়েছিল । পরে অবশ্য মীরাকে বিয়ে করেন শাহিদ । অন্যদিকে আরজে আনমোলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অমৃতা । তবে এতদিন ওই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি শাহিদ বা অমৃতা কেউই । এত বছর পর শাহিদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে অমৃতাকে ।