মুম্বই : 1 নভেম্বর অমৃতা রাও ও আরজে আনমোলের পরিবারে পা রেখেছে তাঁদের প্রথম সন্তান । আর আজ গোটা বিশ্বের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন তাঁরা ।
1 নভেম্বর সকালে পুত্র সন্তানের জন্ম দেন অমৃতা । তার বেশ কয়েক ঘণ্টা পর তাঁদের মুখপাত্র একটি বিবৃতিতে সবাইকে একথা জানিয়েছিলেন । আর আজ ছেলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন অমৃতা ও আনমোল ।
ছেলের নাম রেখেছেন 'ভীর'। ইনস্টাগ্রামে আজ একটি ছবি পোস্ট করেন আনমোল । সেখানে তাঁকে ও অমৃতাকে সদ্যোজাতর হাত ধরে থাকতে দেখা গিয়েছে । এরপর ওই একই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন অমৃতাও । আর এভাবেই ছেলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন তাঁরা ।