পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ছেলের সঙ্গে সবার পরিচয় করালেন অমৃতা - অমৃতা

1 নভেম্বর সকালে পুত্র সন্তানের জন্ম দেন অমৃতা । তার বেশ কয়েক ঘণ্টা পর তাঁদের মুখপাত্র একটি বিবৃতিতে সবাইকে একথা জানিয়েছিলেন । আর আজ ছেলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন অমৃতা ও আনমোল ।

asd
asd

By

Published : Nov 6, 2020, 6:20 PM IST

মুম্বই : 1 নভেম্বর অমৃতা রাও ও আরজে আনমোলের পরিবারে পা রেখেছে তাঁদের প্রথম সন্তান । আর আজ গোটা বিশ্বের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন তাঁরা ।

1 নভেম্বর সকালে পুত্র সন্তানের জন্ম দেন অমৃতা । তার বেশ কয়েক ঘণ্টা পর তাঁদের মুখপাত্র একটি বিবৃতিতে সবাইকে একথা জানিয়েছিলেন । আর আজ ছেলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন অমৃতা ও আনমোল ।

ছেলের নাম রেখেছেন 'ভীর'। ইনস্টাগ্রামে আজ একটি ছবি পোস্ট করেন আনমোল । সেখানে তাঁকে ও অমৃতাকে সদ্যোজাতর হাত ধরে থাকতে দেখা গিয়েছে । এরপর ওই একই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন অমৃতাও । আর এভাবেই ছেলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন তাঁরা ।

ছবির ক্যাপশনে লেখেন, "হ্যালো বিশ্ব...আমাদের ছেলে ভীরের সঙ্গে পরিচয় করুন । আপনারা আশীর্বাদ করুন ।"

19 অক্টোবর প্রেগন্যান্সির কথা প্রকাশ্যে এনেছিলেন অমৃতা । বেবি বাম্পের ছবি পোস্ট করেন তিনি । একটি সাদা ওয়ান পিসে স্পষ্ট হয়ে উঠেছিল তাঁর বেবি বাম্প । আর সেই ছবিতে ঠিক তাঁর পিছনে দাঁড়িয়ে ছিলেন আনমোল ।

.

এরপর 1 নভেম্বর সন্তানের জন্ম দেন অমৃতা । তারপর ছেলের কি নাম রাখা যায় তা অনুরাগীদের থেকে জিজ্ঞাসাও করেন তিনি । এরপর আজ ভীরের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন ।

ABOUT THE AUTHOR

...view details