পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেন বিয়ে করলেন জয়াকে? আশ্চর্য এক কারণ শোনালেন অমিতাভ - Bollywood

জয়া বচ্চনের সঙ্গে 46টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন অমিতাভ বচ্চন। যে কোনও দম্পতির কাছে এটা একটা কাপল গোল হতে পারে। তবে জয়াকেই কেন জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অমিতাভ? অবিশ্বাস্য এক কারণ শোনালেন তিনি।

অমিতাভ বচ্চন

By

Published : Jun 3, 2019, 5:27 PM IST

মুম্বই : সালটা ১৯৭৩। সুপারহিট হল অমিতাভের 'জ়ঞ্জির'। তারপর অমিতাভ ঠিক করলেন বন্ধুদের সঙ্গে লন্ডন বেড়াতে যাবেন সেলিব্রেট করতে। সেই বন্ধুদের দলে ছিলেন জয়া ভাদুরীও। আর সেখানেই বিপত্তি হল।

অমিতাভ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলছেন, "বাবা-মাকে জানালাম যে আমরা কয়েকজন বন্ধু মিলে লন্ডন যাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রশ্ন এল, আমার সঙ্গে কারা কারা যাচ্ছে। আমি সবার নাম বললাম। জয়ার নামটাও লুকোইনি।"

এই শুনে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন প্রশ্ন করেন, "জয়াও যাবে তোমার সঙ্গে?" উত্তরে "হ্যাঁ" শুনে হরিবংশ বচ্চন আদেশ করেন, "তোমায় যদি যেতেই হয়, তাহলে বিয়ে করে যাও।"

লন্ডনের ট্রিপটা বাতিল করার কোনও উপায় ছিল না অমিতাভের। কারণ, এই ট্রিপের সঙ্গে জড়িয়ে ছিলেন অমিতাভের অনেক বন্ধু। তাঁদের মন ভেঙে ট্রিপ বাতিল করতে চাননি তিনি। আর তাই ঠিক করেন পরের দিনই বিয়ে করবেন জয়াকে।

যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকালে বিয়ে করে রাতের ফ্লাইটে লন্ডন। এভাবেই হয়েছিল অমিতাভ আর জয়ার বিয়ে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। অনেকটা ঠিক রূপকথার মতো নয়?

ABOUT THE AUTHOR

...view details