লখনউ, 16 অক্টোবর : ছবির শেষে চতুর ‘মির্জা’কে বুদ্ধিতে মাত দিয়েছিলেন তাঁর ‘বেগম’ ৷ কিন্তু বাস্তবে খেলা অসম্পূর্ণ রেখেই চলে গেলেন ‘গুলাবো সিতাবো’ খ্যাত অভিনেত্রী ফারুখ জাফর ৷ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মারা গেলেন তিনি ৷ বয়স হয়েছিল 88 বছর ৷
বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ফারুখ ৷ তার জেরে গত 4 অক্টোবর লখনউয়ের সাহারা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সেখানেই শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ফারুখের জ্যেষ্ঠ কন্যা মেহরু জাফর ৷
আরও পড়ুন:Yuvaan Dance: ঢাকের তালে কোমর দোলাল ইউভান, সঙ্গ দিলেন মা শুভশ্রী
অভিনেত্রীর মৃত্যুর খবর দিতে গিয়ে ফারুখের পৌত্র শাজ আহমেদ নেটমাধ্যমে লেখেন, ‘আমার দিদা, স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন বিধান পরিষদীয় সদস্য সৈয়দ মহম্মদ জাফরের স্ত্রী ফারুখ জাফর লখনউয়ে সন্ধ্যা 7টা নাগাদ মারা গিয়েছেন ৷’
লখনউ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ফারুখ 1962 সালে বিবিধ ভারতীতে রেডিয়ো সঞ্চালক হিসেবে কেরিয়ার শুরু করেন । বড়পর্দায় হাতেখড়ি 1982 সালে, ‘উমরাও জান’ ছবির মাধ্যমে ৷ ছবিতে রেখার চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি ৷ এর পর টেলিভিশনে মনোনিবেশ করলেও, 2004 সালে শাহরুখ খানের সঙ্গে ‘স্বদেশ’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়োয় ৷ 2009 সালে ‘পিপলি লাইভ’ ছবিতে তাঁর অভিনয়ও প্রশংসিত হয় ৷
আরও পড়ুন: Bikram Chatterjee : বলিউডে বিক্রম
এর পর থেকে ‘আনোয়ার কা আজব কিসসা’, ‘বেয়ারফুট টু গোয়া’, ‘পার্চড’, ‘আলিগড়’, ‘সুলতান’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘ফোটোগ্রাফ’-এর মতো জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে ৷ 2020 সালে অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘গুলাবো সিতাবো’ ছবিতে চুটিয়ে অভিনয় করেন ফারুখ ৷ ছবিতে অমিতাভের চরিত্র 78 বছরের ‘মির্জা’র চেয়ে বয়সে বড় 95 বছরের ‘বেগম’ হিসেবে ধরা দেন ফারুখ ৷
‘গুলাবো সিতাবো’ই ফারুখ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ৷ ছবিতে অভিনয়ে অমিতাভকে কার্যত ছাপিয়ে যান তিনি ৷ তার জন্য ফিল্মফেয়ারও জেতেন ফারুখ ৷ ছবিতে অভিনয়ের প্রশংসা শুনে সেই সময় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘শুনলাম, ছবিতে বেগম বাকিদের পিছনে ফেলে দিয়েছে ৷’’ ফারুখের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ছবির চিত্রনাট্যকার জুহি চতুর্বেদি ৷ নেটমাধ্যমে তিনি লেখেন, ‘ফারুখ জি, বেগম চলে গেলেন ৷ আপনার মতো কেউ ছিলও না, আর আসবেও না ৷’’
আরও পড়ুন: Aryan Khan: জেল থেকে ভিডিয়ো কলে শাহরুখ-গৌরীর সঙ্গে কথা আরিয়ানের