মুম্বই : মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি ভাইরাল মেসেজ শেয়ার করলেন অভিনেতা অমিতাভ বচ্চন ৷ ওই মেসেজ বলে দিচ্ছে যে ভারতীয় ক্রিকেট দলের ঠিক কতজন ক্রিকেটার কন্যাসন্তানের পিতা হয়েছেন ৷ কিংবদন্তি এই অভিনেতার টুইট স্বাভাবিক ভাবে সাধারণ নেটিজেন থেকে সেলেবদের মধ্যে হইচই ফেলে দিয়েছে৷
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কার শর্মার কন্যাসন্তান হয়েছে৷ বিরাট ছাড়াও ভারতীয় ক্রিকেটের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, হরভজন সিং, নটরাজন, উমেশ যাদব কন্যাসন্তানের বাবা বলে ওই ভাইরাল মেসেজে উল্লেখ করা হয়েছে৷ একই সঙ্গে সেখানে মজা করে লেখা হয়েছে যে এই ভাবে ভবিষ্যতের মহিলা ক্রিকেট দল তৈরি হচ্ছে৷