পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হাসপাতাল থেকে টুইট অমিতাভের, জানালেন নেগেটিভিটির ছয় কারণ - Amitabh bachchan tweets from hospital

হাসাপাতাল থেকেই টুইট করলেন অমিতাভ বচ্চন । ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন নেগেটিভিটির ছয় কারণ ।

Amitabh bachchan tweets from hospital
Amitabh bachchan tweets from hospital

By

Published : Jul 16, 2020, 2:11 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে অমিতাভ বচ্চন ভরতি নানাবতী হাসপাতালে । কিন্তু, তিনি সেখান থেকে মাঝেমধ্যেই টুইট করে নিজের খবর জানান দিচ্ছেন অমিতাভ, একেবারে অন্তরালে নেই তিনি । সম্প্রতি আরও একটি টুইটের মাধ্যমে নেগেটিভিটির ছয় কারণ জানালেন অমিতাভ ।

দুটি টুইট করেছেন অমিতাভ । প্রথমটিতে একটি সংস্কৃত উক্তি লিখেছেন, আর অন্যটিতে সেই উক্তির মানে ব্যক্ত করেছেন ।

এই কঠিন সময় প্রত্যেকের পজ়িটিভ থাকা উচিত । শুধুমাত্র যাঁদের কোরোনা হয়েছে তাঁরাই নয়, প্রত্যেকের এই সময় মাথা ঠান্ডা রেখে সমস্ত সতর্কবিধি মেনে চলা উচিত । তাই আগেভাগেই নেগেটিভিটির ছয় কারণ জানিয়ে দিয়েছেন অমিতাভ ।

বিগ বি লিখেছেন, "যে মানুষ অন্যের প্রতি হিংসা, অপছন্দ, অসন্তুষ্টি, রাগ এবং অনিশ্চয়তা প্রকাশ করেন এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকেন, তাঁরা সবসময় মনে খারাপ লাগা নিয়ে থাকে । এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন ।"

কোরোনা থাবা বসালেও বেশ পজ়িটিভ আছেন অমিতাভ । বোঝা গেল তাঁর পোস্টে । দেখে নিন...

অমিতাভের টুইট..

ABOUT THE AUTHOR

...view details