পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটে নেমে পড়েছে পুরো বচ্চন পরিবার - অমিতাভ বচ্চনের খবর

অমিতাভ বচ্চন ও তাঁর পুরো পরিবার মিলে একটি শুট করছেন । কোন প্রজেক্ট সেটা জানা যায়নি যদিও, তবে সেটের পিছন থেকে একটি ছবি শেয়ার করলেন অমিতাভ ।

Amitabh bachchan ad shoot
Amitabh bachchan ad shoot

By

Published : Nov 24, 2020, 7:46 PM IST

মুম্বই : কোরোনাকে জয় করে পুরো ফিট হয়ে সেটে নেমেছেন অমিতাভ বচ্চন । প্রত্যেকদিন KBC-র সেটে দেখা যাচ্ছে তাঁকে । তবে এবার অন্য ফ্লোরে তিনি । একা নন, সঙ্গে জয়া বচ্চন আর মেয়ে শ্বেতা বচ্চনও রয়েছেন ।

শুটিংয়ের ফাঁকে একটি সেলফি তুলেছেন অমিতাভ । গাঁদা ফুলে সাজানো পুরো সেট । রাজকীয় পোশাক আর পাগড়ি বেঁধে হাসিমুখে ছবি তুলেছেন বচ্চন । আর পিছনে জয়া আর শ্বেতাকেও দেখা যাচ্ছে । তাঁরাও সেজেছেন তাক লাগানো ।

ছবিটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "ফ্যামিলি অ্যাট ওয়ার্ক" । তবে কোন প্রজেক্টের জন্য সেটা বোঝা যায়নি । দেখে নিন অমিতাভের পোস্ট..

এদিকে অভিষেক বচ্চন রয়েছেন কলকাতায় । জোরকদমে শুরু হয়েছে 'বব বিশ্বাস'-এর শুটিং । মহানগরের আনাচে কানাচে ঘুরে চলবে এই ছবির শুটিং, পরিচালনায় সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা দিয়া ।

ABOUT THE AUTHOR

...view details