মুম্বই : কোরোনাকে জয় করে পুরো ফিট হয়ে সেটে নেমেছেন অমিতাভ বচ্চন । প্রত্যেকদিন KBC-র সেটে দেখা যাচ্ছে তাঁকে । তবে এবার অন্য ফ্লোরে তিনি । একা নন, সঙ্গে জয়া বচ্চন আর মেয়ে শ্বেতা বচ্চনও রয়েছেন ।
শুটিংয়ের ফাঁকে একটি সেলফি তুলেছেন অমিতাভ । গাঁদা ফুলে সাজানো পুরো সেট । রাজকীয় পোশাক আর পাগড়ি বেঁধে হাসিমুখে ছবি তুলেছেন বচ্চন । আর পিছনে জয়া আর শ্বেতাকেও দেখা যাচ্ছে । তাঁরাও সেজেছেন তাক লাগানো ।