পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অমিতাভ আর সুজিত আবার একসঙ্গে, তবে কোনও সিনেমায় নয় - Soojit Sircar

অমিতাভ বচ্চন আর সুজিত সরকার যখনই একসঙ্গে কাজ করেছেন, একটা ম্যাজিক তৈরি হয়েছে। সেটা 'পিকু' হোক বা 'পিঙ্ক'।

অমিতাভ বচ্চন

By

Published : May 10, 2019, 8:53 PM IST

অমিতাভ বচ্চন আর সুজিত সরকার আবার একসঙ্গে একটা প্রজেক্টে কাজ করলেন। তবে সেটা কোনও ছবি নয়। এই মাতৃদিবসে তাঁরা এক বিশেষ উপহার দিতে চলেছেন সমস্ত মায়েদের। সুজিত সরকারের পরিচালনায় তৈরি হয়েছে একটি ভিডিয়ো। ব্য়াকগ্রাউন্ডে রয়েছে অমিতাভের ব্যারিটোন আওয়াজ।

সুজিত সরকার বললেন, "এই ভিডিয়োটি শুধুমাত্র তাঁদের জন্যই নয় যাঁরা নিজের মাকে হারিয়েছেন। এটা তাঁদের জন্যও যাঁরা এখনও নিজের মায়ের ছায়া দেখতে পান।"

অনুজ গর্গের মিউজ়িকে কথা বসিয়েছেন পুনীত শর্মা। ভিডিয়োয় যে বাচ্চাটির গলা রয়েছে সেটি অনুজের ছেলের কণ্ঠ। এছাড়াও রয়েছে অমিতাভের কণ্ঠ। সুজিত বললেন, "আমার মনে হয়েছিল মিস্টার বচ্চন ছাড়া এই কাজ আর কেউ করতে পারবেন না। আমি ওঁকে একটা ছোটো ভিডিয়ো ক্লিপ পাঠিয়েছিলাম যেখানে বচ্চনের মা তেজী বচ্চনের সঙ্গে ওঁর একটা ছবি ছিল। সেটা পাঠানোর সঙ্গে সঙ্গে উনি রাজি হয়ে যান।"

অমিতাভ নিজেও লিখেছেন আসন্ন মাতৃদিবসে এটা আমাদের তরফ থেকে একটা ছোটো শ্রদ্ধার্ঘ।

ABOUT THE AUTHOR

...view details