মুম্বই, 21 নভেম্বর: বয়স আশি ছুঁই ছুঁই ৷ তবে বয়সটা তাঁর কাছে শুধুই একটা নম্বর ৷ আচ্ছা আচ্ছা জোয়ানের থেকেও তিনি অনেক বেশি জোয়ান, অনেক বেশি জিন্দাদিল ৷ এই বয়সেও নিজের মধ্যে ছেলেমানুষিটাকে সযত্নে লালিত করে চলেছেন ৷ জীবনের প্রতিটা মুহূর্ত কীভাবে লুটেপুটে উপভোগ করতে হয়, তা শিখতে হয় তাঁর থেকে ৷ শুধু নিজের জন্যই নয়, ভক্তদের জন্যও বিনোদনের যাবতীয় রসদ নিয়ে সর্বদা হাজির বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক পোস্ট তাঁর ভক্তদের জন্য নিঃসন্দেহে একটা ট্রিট ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নয়া অবতারে হাজির হয়েছেন অমিতাভ বচ্চন ৷ সেখানে তিনি যে ছবি পোস্ট করেছেন, তাতে ডানদিকে তাঁরই একটি বড় ছবি ৷ সেখানে পাউট করে রয়েছেন বিগ বি ৷ আর বাঁদিকে সারি বেঁধে নেমেছে তাঁরই অন্য লুকের আরও কয়েকটি ছবি ৷ সেখানে তাঁর মোটা গোঁফ, গোল ফ্রেমের চশমা ও পরনে চেক-শার্ট ৷ প্রতিটি ছবিতে রকমারি ইমোজির (Amitabh Bachchan Emoticon Faces) এক্সপ্রেশন তুলে ধরেছেন বলিউডের শাহেনশা ৷ কোথাও তিনি জোরে হাসছেন, কোথায় তাঁর চোখ বিস্ফারিত, আবার কোথাও জিভ বের করে রয়েছেন ৷ ছবির ক্যাপশনটিও বেশ মজাদার ৷ অমিতাভ লিখেছেন, "দিন এক, দেহ এক, রূপ অনেক, হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক!!"
আরও পড়ুন:Ena Shieladitya Interview: যশ-নুসরতের আসন্ন ছবি নিয়ে একান্ত আড্ডায় শিলাদিত্য-এনা