মুম্বই : 'গঙ্গা যমুনা সরস্বতী' ছবিতে পরিচালক মনমোহন দেসাইয়ের নির্দেশে মাইকেল জ্যাকসনকে অনুকরণ করেছিলেন অমিতাভ বচ্চন । আজ সেটা ভাবলে খুব অস্বস্তি লাগে মেগাস্টারের ।
'গঙ্গা যমুনা সরস্বতী' ছবির একটি স্টিল শেয়ার করে অমিতাভ লিখেছেন, "যখন মনমোহন দেসাই ভেবেছিলেন যে, আমি মাইকেল জ্যাকসনকে অনুকরণ করতে পারব । কি ব্যর্থ ছিলাম আমি !"