মুম্বই : সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' মুক্তি পেতে চলেছে অ্যামাজ়ন প্রাইমে । সোশাল মিডিয়ার দৌলতে এই খবর এখন সবাই জেনে গেছেন । নিজের 51 বছরের ক্য়ারিয়ারে এই প্রথম নিজের কোনও ফিল্ম ডিজিটাল প্ল্য়াটফর্মে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের । সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের অনুভূতি জানালেন অভিনেতা ।
51 বছরের ক্যারিয়ারে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন অমিতাভ । নিজেকে পরিবর্তিত করেছেন একটু একটু করে । আর সেই কারণে আজও প্রাসঙ্গিক বিগ বি ।