পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

51 বছরের ক্যারিয়ারে প্রথম ডিজিটাল রিলিজ়, কী অনুভূতি অমিতাভের ? - amitabh bachchan on digital release

51 বছরের ক্যারিয়ারে এই প্রথম অমিতাভ বচ্চনের কোনও সিনেমা ডিজিটাল প্ল্য়াটফর্মে মুক্তি পাচ্ছে । ছবির নাম 'গুলাবো সিতাবো' । কী অনুভূতি অভিনেতার ?

amitabh bachchan latest news
amitabh bachchan latest news

By

Published : May 14, 2020, 11:43 PM IST

মুম্বই : সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' মুক্তি পেতে চলেছে অ্যামাজ়ন প্রাইমে । সোশাল মিডিয়ার দৌলতে এই খবর এখন সবাই জেনে গেছেন । নিজের 51 বছরের ক্য়ারিয়ারে এই প্রথম নিজের কোনও ফিল্ম ডিজিটাল প্ল্য়াটফর্মে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের । সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের অনুভূতি জানালেন অভিনেতা ।

51 বছরের ক্যারিয়ারে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন অমিতাভ । নিজেকে পরিবর্তিত করেছেন একটু একটু করে । আর সেই কারণে আজও প্রাসঙ্গিক বিগ বি ।

অভিনেতা লিখেছেন, "1969 সালে ইন্ডাস্ট্রিতে আসি..আর এটা 2020...51 বছর..এই সময়কালে অনেক পরিবর্তন ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি..আর এবার আরও এক চ্যালেঞ্জ..আমার ফিল্মের ডিজিটাল রিলিজ়..গুলাবো সিতাবো"

কী অনুভূতি তাঁর ? অমিতাভ লিখেছেন, "আবারও একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সম্মানিত বোধ করছি ।" এই জন্যই বোধহয় তিনি অমিতাভ । দেখে নিন তাঁর পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details