মুম্বই : 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'গুলাবো সিতাবো' । সিনেমাটা নিয়ে দর্শকের মধ্যে একটা উত্তেজনা রয়েছে । তবে বেশ কিছু মানুষের মনে হচ্ছে যে, অমিতাভের জন্য বড় পরদাই ঠিক আছে । তাঁদের জন্য যোগ্য জবাব রয়েছে অমিতাভের কাছেও ।
বিগ বি-র এক অনুরাগী টুইটারে লিখেছেন, "আমার ভাবনা হচ্ছে যে কী করে প্রাইম ভিডিয়ো আপনার ফ্রেমকে ছোটো পরদায় ধরাবে । আপনার তো বড় পরদার প্রয়োজন স্যার।"
টুইটটি উল্লেখ করে অমিতাভ উত্তর দিয়েছেন, "ঘর মেঁ নহিঁ দানে, আম্মা চলে ভুনানে"..অর্থাৎ ঘরে দানা নেই আর এদিকে আম্মা গেলেন রান্না করতে । এই প্রবাদ শেয়ার করে অমিতাভ এটাই বোঝাতে চেয়েছেন, অর্থাভাবের মধ্যে অত কিছু ভাবলে চলে ?
তবে পুরোটাই মজার ছলে, সেটা বলা নিষ্প্রয়োজন । সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' নিয়ে বেশ উত্তেজিত অমিতাভ । প্রস্থেটিক মেকআপে তাঁর মির্জ়া চরিত্রটি ইতিমধ্য়েই মন কেড়েছে দর্শকের । বাকিটা 12 জুনের অপেক্ষায় ।