মুম্বই : মাত্র কয়েকদিন আগেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে 50 বছর পূরণ করেছেন অমিতাভ বচ্চন । 1969 সালে 'সাত হিন্দুস্তানি' ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর । ধীরে ধীরে কেটে গেছে 50টা বছর । এই কটা বছরে দর্শকদের একাধিক হিট ছবিও উপহার দিয়েছেন । কিন্তু, এবার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে ব্লগে জানিয়েছেন এই প্রবীণ অভিনেতা ।
পরিচালক অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিংয়ের জন্য মানালি গেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর । তাঁদের সঙ্গে যোগ দিতে সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন অমিতাভ । আর এর জন্য দীর্ঘক্ষণ গাড়িতে ট্রাভেল করতে হয়েছে তাঁকে । সে প্রসঙ্গে নিজের ব্লগে লিখেছেন, "12 ঘণ্টা ধরে গাড়িতে করে ট্রাভেল করছি । কোথাও রাস্তার অবস্থা ভালো আবার কোথাও খুবই খারাপ ।" এরপর ওই ব্লগেই লেখেন, "আমার অবসর নেওয়া প্রয়োজন । কিন্তু, মন একরকম ভাবছে আর আঙুল একরকম । এটা একটা বার্তা ।" তবে সিনেমা থেকে অবসর নেবেন কি না সেভাবে কিছু খোলসা করেননি ।
7 নভেম্বর ফিল্ম ইন্ডাস্ট্রিতে 50 বছর পূরণ করেছেন অমিতাভ । ওই বিশেষ দিনে একটি পুরোনো ছবি পোস্টও করেছিলেন অভিষেক বচ্চন । ছবির ক্যাপশনে লিখেছিলেন, অমিতাভের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু ভালো লাগার আছে ও তারিফ করার আছে । বিভিন্ন প্রজন্মের সিনেপ্রেমীরাও বলেন যে আমরা বচ্চনের সময়কার ।" ইন্ডাস্ট্রিতে 50 বছর পূরণ করার জন্য বাবাকে শুভেচ্ছা জানান তিনি । পাশাপাশি আরও 50টা বছরের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছিলেন ওই পোস্টে ।
সম্প্রতি 'কন বনেগা ক্রোড়পতি'-র শুটিং শেষ করেছেন অমিতাভ । অন্যদিকে, 'ব্রহ্মাস্ত্র' সিনেমার শুটিংও শুরু করছেন । এছাড়াও আগামী বছরে একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । তার মধ্যে 'ঝুন্ড', 'গুলাবো সিতাবো', 'চ্যাহেরে' এবং কন্নড় ছবি 'বাটারফ্লাই' ও মারাঠি ছবি 'এবি অ্যানি সিডি' অন্যতম ।
এদিকে কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি হয়েছিলেন অমিতাভ । তাঁর যে ওজন বেশ কিছুটা কমে গেছে সেটা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ফ্যানদের শেয়ার করেছিলেন । এমনকী, শারীরিক অসুস্থতার জন্য যোগ দিতে পারেননি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও । আর এবার ব্লগে তাঁর এই পোস্ট চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ফ্যানদের কপালে । তবে সিনেমা থেকে অবসর নেবেন কি না সেটা অবশ্য সময়ই বলবে ।