পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুরো পরিবারের সঙ্গে কী রেকর্ড করলেন অমিতাভ ? - অমিতাভ বচ্চনের খবর

অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চন তো আছেনই । সঙ্গে আবার ছোট্ট আরাধ্যাও রয়েছে । পুরো পরিবারের সঙ্গে রেকর্ডিং স্টুডিয়োতে কী করছেন বিগ-বি ?

amitabh bachchan recording with family
amitabh bachchan recording with family

By

Published : Dec 31, 2020, 8:21 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন । মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের মুহুর্ত শেয়ার করেন তিনি টুইটার -ইনস্টাগ্রামে । সম্প্রতি অমিতাভের একটি পোস্ট দেখে শোরগোল নেটদুনিয়ায় ।

পুরো পরিবারের সঙ্গে রেকর্ডিং স্টুডিয়োতে গান বাঁধছেন অমিতাভ । হ্যাঁ, বর্ষবরণের আনন্দটা এভাবেই সেলিব্রেট করছেন তিনি । এই দেখে কৌতুহলের অন্ত নেই নেটিজেনদের ।

প্রথম ছবিতে অমিতাভের সঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া ও আরাধ্যাকে দেখা যাচ্ছে । ক্যাপশনে বিগ-বি লিখেছেন, "সেলিব্রেশনের শুরু । কারণ নতুন বছর আসতে আর মাত্র একটা দিন বাকি ।"

আর অমিতভারে শেয়ার করা অন্য ছবিতে তাঁকে দেখা যাচ্ছে শুধুমাত্র নাতনি আরাধ্যার সঙ্গে । দাদু-নাতনি পুরো মস্তিতে রেকর্ডিং করছেন । তবে এটা কোন প্রজেক্ট ? জানতে মুখিয়ে অনুরাগীরা ।

দেখে অমিতাভের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details