পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মহারাষ্ট্রে বন্যা কবলিতদের 51 লাখ টাকা অনুদান অমিতাভের - মহারাষ্ট্রের বন্যায় অমিতাভ

মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা ভাসছে বন্যায়। পুনে ডিভিশনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54। মহারাষ্ট্র ক্যাবিনেট প্রায় ১৪ হাজার কোটি টাকা ঘোষণা করেছে ডিসাস্টার ম্যানেজমেন্টের বিভিন্ন খাতে। সাহায্য করলেন অমিতাভ বচ্চনও। অনুদান দিলেন ৫১ লাখ টাকার।

মহারাষ্ট্রের বন্যায় অমিতাভ

By

Published : Aug 20, 2019, 4:06 PM IST

দিল্লি : অতিরিক্ত বৃষ্টির কারণে দেশের কয়েকটি রাজ্য বন্যা কবলিত । কেরল, অসম ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডেও অনেক বৃষ্টি হয়েছে । মহারাষ্ট্রের বন্যা কবলিতদের সাহায্যের জন্য মুখ্য়মন্ত্রী রিলিফ ফান্ডে 51 লাখ টাকা দিলেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন ।

এটা প্রথম নয়, এর আগে বিহারে কৃষকদের ঋণ শোধের জন্যও টাকা দিয়ে সাহায্য করেছিলেন অমিতাভ । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ অমিতাভ বচ্চনের এই সাহায্যের জন্য টুইটারে ধন্যবাদ জানান ।

অমিতাভ

তিনি টুইট করেন, "এভাবে এগিয়ে আসার জন্য এবং ৫১ লাখ টাকা অনুদান দেওয়ার জন্য ধন্যবাদ অমিতাভ বচ্চনজী । আপনার এই কাজ অনেক মানুষকে কোলাপুর, সাঙ্গলি ও সাতারার মতো বন্যা কবলিত জেলায় সাহায্য পাঠাতে অনুপ্রাণিত করবে ।"

দেখে নিন সেই টুইট...

ABOUT THE AUTHOR

...view details