পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এই শূন্যতা অপূরণীয়", সুষমা স্বরাজের মৃত্যুতে অমিতাভ - সুষমা স্বরাজ

প্রাক্তন বিদেশমন্ত্রী, দিল্লির সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভারতবর্ষ। এমন একজন ভালো মানুষ ও দক্ষ রাজনীতিবিদের চলে যাওয়াটা ভারতের জন্য বিরাট ক্ষতি, স্বীকার করছে শাসকপক্ষ ও প্রতিপক্ষ প্রত্যেকেই।

অমিতাভ বচ্চন

By

Published : Aug 7, 2019, 12:42 PM IST

মুম্বই : সুষমার স্বরাজের মৃত্যুতে অমিতাভ বচ্চন আজ সোশাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা দিলেন। বললেন, "এই শূন্যতা অপূরণীয় ।"

সুষমা স্বরাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "এক অত্যন্ত দুঃখের সমাচার। এক দক্ষ রাজনীতিবিদ, এক মিশুকে মানুষ উনি। ওঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা।"

অমিতাভ আরও এক পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "মিষ্টভাষী, সম্মোহক বক্তা, মিশুকে, সমস্ত সমস্যার সমাধান যেন। সুষমাজীর মতো মানুষদের ছেড়ে যাওয়া শূন্যতা অপূরণীয়।"

শুধু অমিতাভই নন, সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেকেই।

ABOUT THE AUTHOR

...view details