মুম্বই : সুষমার স্বরাজের মৃত্যুতে অমিতাভ বচ্চন আজ সোশাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা দিলেন। বললেন, "এই শূন্যতা অপূরণীয় ।"
সুষমা স্বরাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "এক অত্যন্ত দুঃখের সমাচার। এক দক্ষ রাজনীতিবিদ, এক মিশুকে মানুষ উনি। ওঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা।"