মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন । তবে সেখানেও থেমে নেই তিনি । সোশাল মিডিয়ার মাধ্যমে চলছে তাঁর অনুপ্রেরণার ক্লাস । কখনও নিজের লেখার মাধ্যমে তো কখনও অন্য কোনও প্রতিভাকে সকলের নজরে নিয়ে এসে নিজের কর্তব্য পালন করছেন অমিতাভ ।
সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । যেখানে এক তরুণ সুরের ঝংকার তুলেছেন তাঁর মাউথ অর্গানে । ক্লাসিকাল মিউজ়িকের একটা ছোট্ট টুকরো নির্ভুলভাবে বাজাতে শোনা গেল সেই তরুণকে ।