মুম্বই : ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের প্রোগ্রামে আসতে পারেননি অমিতাভ । শরীর খারাপ ছিল তাঁর । তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বিগ বি, জানালেন নিজেই ।
টুইটারে একটি পোস্টের মাধ্যমে অমিতাভ জানিয়েছেন, "আমায় এত 'গেট ওয়েল' পাঠানোর জন্য অনেক ধন্যবাদ । আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি । আমি কৃতজ্ঞ ।"