মুম্বই : কোরোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ ও অভিষেক । হোম আইসোলেশনে রয়েছেন ঐশ্বরিয়া ও আরাধ্যা ।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, অমিতাভ ও অভিষেকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । তাঁদের শরীরে আরও কোনও উপসর্গ নেই । চিকিৎসায় ভালোই সাড়া দিয়েছেন তাঁরা ।
পরিবারের চার সদস্যের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল বাড়ির পরিচারকদেরও । বচ্চন পরিবারের সংস্পর্শে এসেছিলেন এমন 54 জনকে চিহ্নিত করা হয় । তার মধ্যে 28জনকে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে । অন্যদিকে 26 জন যাঁরা সবথেকে বেশি সংস্পর্শে এসেছিলেন তাঁদের সোয়াব পরীক্ষা করা হয় । সেই 26জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে । যদিও নিয়ম মেনে 14দিন কোয়ারানটিনে থাকতে হবে তাঁদের ।
এদিকে অমিতাভ সহ পরিবারের চার সদস্যদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা । তাঁদের সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গায় । সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন একাধিক তারকাও । এর জন্য সবাইকে ধন্যবাদ জানান অমিতাভ ।
সম্প্রতি একটি টুইট করেন বিগ বি । লেখেন, "অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা ও আমার জন্য যাঁরা চিন্তিত এবং আমাদের জন্য প্রার্থনা করছেন তাঁদের সবাইকে আলাদা করে প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়...তাই হাতজোড় করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি..."।
শনিবার টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । গতকালই তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয় । এরপর দুপুরের দিকে পজ়িটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার সোয়াব পরীক্ষার রিপোর্ট । জয়া বচ্চনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায় । রিপোর্ট পজ়িটিভ এলেও হাসপাতালে ভরতি হননি আরাধ্যা ও ঐশ্বরিয়া । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা ।