মুম্বই : 2020 শেষের মুখে । সালটা কেমন কেটেছে সেটা আর নতুন করে বলে দিতে হবে না । বিচ্ছিন্নভাবে কিছু ভালো ঘটনা ঘটলেও, এই সালকে বিদায় করার জন্য উঠেপড়ে লেগেছে সবাই । অমিতাভও সেই দলে রয়েছেন ।
তবে তার সঙ্গে তিনি এটাও চান যে, 2021 সালে যেন কারও নজর না লাগে । নিজেদের সম্পত্তিকে কুনজর থেকে বাঁচাতে অনেকে তার গায়ে লেবু-লঙ্কা ঝুলিয়ে দেন । সেটা বাড়ি হতে পারে, দোকান বা গাড়িও হয়ে পারে । অমিতাভ তাই 2021-এর গায়ে ঝুলিয়ে দিলেন লেবু-লঙ্কা ।