পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Amitabh Greets Prosenjit : কাকাবাবুকে শুভেচ্ছা জানিয়ে টুইট বিগ বির - Amitabh Bachchan greets Prosenjit and shares the trailer of kakabau

আগামী ৪ ফেব্রুয়ারি বাংলা এবং হিন্দি ভাষাতে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন' । কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তাঁর নতুন ছবির জন্য টুইট করে শুভেচ্ছা জানালেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan tweets to congratulate Prosenjit Chatterjee)।

Amitabh Greets Prosenjit
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তাঁর নতুন ছবির জন্য টুইট করে শুভেচ্ছা জানালেন বিগ বি অমিতাভ বচ্চন

By

Published : Jan 25, 2022, 2:04 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : যিশু সেনগুপ্তর নতুন ছবি 'বাবা বেবি ও'-র ট্রেলার সামনে আসতেই তা নিয়ে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী এবং বলি সুন্দরী বিদ্যা বালন ৷ এবার ফের একবার বলিউড থেকে শুভেচ্ছা এল টলিউডে । আগামী 4 ফেব্রুয়ারি বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ৷ তাই ট্রেলার সামনে আসার পর পর্দার কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এদিন টুইট করে শুভেচ্ছা জানালেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন ।

ছবির ট্রেলার শেয়ার করে টুইটারে তিনি লেখেন, "প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, 'বুম্বা'... সকল শুভ কামনা!" কাকাবাবুর পাপাশাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কেও (Amitabh Bachchan greets Prosenjit and shares the trailer of kakabau ) ।

আরও পড়ুন: রাজা চন্দর হার মানা হারের শুটিং, মুম্বই থেকে কলকাতায় ফিরছেন মানসী

সুনীল গঙ্গোপাধ্যায়ের 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে পর্দায় আসতে চলেছে কাকাবাবুর তৃতীয় সফর 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এই প্রসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, ‘‘ফেলুদা, ব্যোমকেশ বক্সীকে বাংলার বাইরের মানুষ চেনেন। এবার আমি কাকাবাবুকেও বাংলার বাইরের সঙ্গে পরিচয় করাতে চলেছি । বাংলার বাইরের দর্শক কাকাবাবুকে সমাদর করবেন বলেই আমার বিশ্বাস । আমি নিজেও খুব খুশি যে, কাকাবাবু পাড়ি দিতে চলেছে বাংলার বাইরে । অপেক্ষা 4 ফেব্রুয়ারির।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details