কলকাতা, 25 জানুয়ারি : যিশু সেনগুপ্তর নতুন ছবি 'বাবা বেবি ও'-র ট্রেলার সামনে আসতেই তা নিয়ে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী এবং বলি সুন্দরী বিদ্যা বালন ৷ এবার ফের একবার বলিউড থেকে শুভেচ্ছা এল টলিউডে । আগামী 4 ফেব্রুয়ারি বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ৷ তাই ট্রেলার সামনে আসার পর পর্দার কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এদিন টুইট করে শুভেচ্ছা জানালেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন ।
ছবির ট্রেলার শেয়ার করে টুইটারে তিনি লেখেন, "প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, 'বুম্বা'... সকল শুভ কামনা!" কাকাবাবুর পাপাশাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কেও (Amitabh Bachchan greets Prosenjit and shares the trailer of kakabau ) ।