পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হাতে 'হোম কোয়ারেন্টাইনড' স্ট্যাম্প লাগালেন অমিতাভ

স্বেচ্ছায় 'হোম কোয়ারেন্টাইন' নিলেন অমিতাভ বচ্চন । হাতে লাগালেন স্ট্যাম্প ।

Amitabh bachchan quarantined
Amitabh bachchan quarantined

By

Published : Mar 18, 2020, 12:26 PM IST

মুম্বই : কোরোনা নিয়ে চারপাশের এই দুশ্চিন্তাজনক পরিস্থিতিতে বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইন নিলেন অমিতাভ বচ্চন । হাতে লাগালেন ভোটের কালি দিয়ে আঁকা স্ট্যাম্প, যেখানে লেখা 'হোম কোয়ারেন্টাইনড' ।

অমিতাভ নিজে সেই হাতের ছবি শেয়ার করেছেন টুইটারে । ক্যাপশনে লিখেছেন, "মুম্বইতে ভোটের কালি দিয়ে হাতে স্ট্যাম্প আঁকা শুরু হয়েছে । সুস্থ থাকুন, সাবধানে থাকুন, যদি কিছু ধরা পড়ে তাহলে বিচ্ছিন্ন থাকুন ।"

কোরোনা ভাইরাস নিয়ে বেশ কিছুদিন ধরেই সতর্কতা তৈরি করছেন অমিতাভ । এই বিষয়ে নিজে একটি কবিতা লিখে তা পাঠও করেছেন তিনি । জলসার সামনে তাঁকে দেখতে জমে থাকা অনুরাগীদের ভিড়কে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে রবিবারের মিটিং বাতিল করেছেন অভিনেতা ।

কোরোনা আক্রান্ত পরিস্থিতি সামাল দিতে অমিতাভের এই অবদানে খুশি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন । টুইটার হ্যান্ডেলের মাধ্যমে কর্পোরেশনের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে অভিনেতাকে ।

আরও পড়ুন : কোরোনা আতঙ্ক : কোয়ারেন্টাইনে পাঠানো হল অনুপ জালোটাকে

বলিউড আইকন দিলীপ কুমারও নিজের বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন । গতকাল জানা গেছে সেই খবর । একই ভাবে আজ লন্ডন থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে রয়েছেন ভজন সম্রাট অনুপ জালোটা । তাঁকে মুম্বইয়ের মিরাজ হোটেলে ডাক্তারদের উপস্থিতিতে রাখা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details