পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টুইটারে 43 মিলিয়ন ফলোয়ার অমিতাভের ! - অমিতাভ বচ্চনের খবর

টুইটারে 43 মিলিয়ন ফলোয়ার পেলেন অমিতাভ বচ্চন । তবে এই সুখবর টুইটারে শেয়ার না করে ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেতা ।

amtabh bachchan on twitter
amtabh bachchan on twitter

By

Published : Jun 30, 2020, 10:03 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন । অগণিত অনুরাগী তাঁর । একটু একটু করে টুইটার আর ইনস্টাগ্রামে নিজের ভার্চুয়াল সাম্রাজ্য গড়ে তুলেছেন অমিতাভ । তবে জিতে গেল টুইটার ।

বিগ বি-র টুইটার ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়াল 43 মিলিয়নে । উচ্ছ্বসিত অভিনেতা এই খবর পোস্ট করলেন নিজেই । তবে টুইটারে নয়, ইনস্টাগ্রামে ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অমিতাভ । একটি প্ল্যাটফর্মে বসে অভিনেতা, আত্মবিশ্বাসী মুখে হাসির রেখা । নীল ব্যাকড্রপের উপরে বক্ররেখায় লেখা, "টুইটারে 43 মিলিয়ন.."

দেখে নিন অমিতাভের পোস্ট...

টুইটারে খুব বেশি অ্যাক্টিভ অমিতাভ । নিজের ছবি বা লেখা শেয়ার করার থেকে বেশি করে তিনি রিটুইট করেন অন্য ইউজ়ারের পোস্ট, লেখেন মজাদার ক্যাপশন । আর তাতেই মজে যান নেটিজেনরা ।

তবে ইনস্টাগ্রামে অমিতাভ অনেক ব্যক্তিগত ছবি পোস্ট করেন । কখনও থ্রোব্যাক কোনও দুর্মূল্য ছবি, তো কখনও একেবারে হাতে গরম কারেন্ট ছবি ।

সম্প্রতি অমিতাভ প্যারিসের একটি ছবি পোস্ট করেছেন । সেখানে রাস্তায় বসে তাঁর মুখাবয়ব আঁকছেন এক শিল্পী । আর পিছনে দাঁড়িয়ে বিগ বি-র পরিবার । দেখে নিন সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details