মুম্বই : অভিনেতাদের জীবন বড় অদ্ভুত । মনে যা-ই ঘটুক না কেন, তার বিন্দুমাত্র ছাপ পরদায় ফেলতে পারেন না তাঁরা । যে যত সুন্দরভাবে নিজের মনের আসল ভাব লুকোতে পারে, সে তত ভালো অভিনেতা ।
অমিতাভ বচ্চন নিঃসন্দেহে ভালো অভিনেতা । তাই বলে মিষ্টি খাওয়া ছাড়ার পরও মিষ্টি হাতে নিয়ে অভিনয় করা ? না, এতটা অত্যাচার সহ্য করতে পারছেন না তিনি ।
সোশাল মিডিয়ায় একটা মজার পোস্ট করে শনিবারটা শুরু করেছেন অমিতাভ । আপাত দৃষ্টিতে মজার মনে হলেও, তাঁর মনে কী চলছে সেটা তিনিই জানেন ।
এক হাতে রসগোল্লা আর অন্য হাতে গোলাপজাম নিয়ে তার স্বাদ উপভোগ করার এক্সপ্রেশন দিচ্ছেন অমিতাভ । অথচ কোনও মিষ্টিরই একটা টুকরো খেতে পারবেন না তিনি । কারণ, মিষ্টি খাওয়া ছেড়েছেন সদ্য । এই দুঃখ কোথায় রাখেন তিনি ?
দেখে নিন অমিতাভের পোস্ট...