পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা মুক্ত হওয়ার গুজব ওড়ালেন অমিতাভ, টুইটারে ক্ষোভ প্রকাশ - অমিতাভ বচ্চনের কোরোনা

কিছু সময় আগেই খবর এসেছিল যে কোরোনা মুক্ত অমিতাভ বচ্চন । কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ করে । কিন্তু, এই গুজব ওড়ালেন স্বয়ং অমিতাভ । টুইটারে ক্ষোভপ্রকাশ করলেন অভিনেতা ।

Amitabh bachchan corona positive
Amitabh bachchan corona positive

By

Published : Jul 23, 2020, 5:44 PM IST

মুম্বই : অমিতাভ নাকি কোরোনা মুক্ত । এমন খবর শোনা যায় কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌজন্যে । তবে স্বয়ং অমিতাভ বচ্চন প্রকাশ্যে আনলেন সত্যিটা ।

টুইটারে ক্ষোভপ্রকাশ করে বিগ বি লিখেছেন, "এই খবর ভুল, দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ মিথ্যে ।" তলায় চলা ভিডিয়োতে তখন অমিতাভের কোরোনা মুক্তির খবর সম্প্রচারিত হচ্ছে ।

সেই সংবাদমাধ্যম সূত্রে এটাও জানা যায় যে, কোরোনা রিপোর্টের সঙ্গে বাকি রিপোর্টগুলোও নর্মাল এসেছে অমিতাভের । অর্থাৎ ব্লাড টেস্ট এবং সিটি স্ক্যানের রিপোর্টেও কোনও জটিলতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল হাসপাতালের তরফ থেকে ।

কিন্তু, পুরোটাই গুজব । চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অমিতাভ ।দেখে নিন তাঁর টুইট...

ABOUT THE AUTHOR

...view details