পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

8 বছর ধরে জানতেই পারিনি আমার টিবি রয়েছে : অমিতাভ - বলিউড

তিনি আমাদের সবার অনুপ্রেরণা। ৭৬ বছর বয়সেও তিনি টগবগে ঘোড়া, চুটিয়ে অভিনয় করার সঙ্গে সঙ্গে সোশাল অ্যাক্টিভিটিতেও তিনি সবার থেকে এগিয়ে। কথা হচ্ছে অমিতাভ বচ্চনকে নিয়ে। তবে এই লৌহমানবের অন্দরে বিভিন্ন সময়ে বাসা বেঁধেছে হাজারও রোগ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন অমিতাভ।

অমিতাভের খবর

By

Published : Aug 19, 2019, 5:19 PM IST

Updated : Aug 20, 2019, 12:12 PM IST

মুম্বই : এক বেসরকারি চ্যানেলের 'স্বচ্ছ ইন্ডিয়া' প্রোজেক্টের লঞ্চ অনুষ্ঠানে এসে অমিতাভ কথা বলছিলেন ডাক্তার হর্ষ বর্ধনের সঙ্গে। নিয়মিত শরীর-স্বাস্থ্য চেকআপের সচেতনতা বাড়ানো প্রসঙ্গে অমিতাভ নিজের উদাহরণই টানলেন অনুষ্ঠানে।

অমিতাভ বললেন, "প্রতিটা রোগের চিকিৎসা আছে। আমি তো প্রায় 8 বছর ধরে জানতেই পারিনি যে আমার টিউবারকিউলোসিস (টিবি) রয়েছে। আপনি যদি নিজের স্বাস্থ্যের পরীক্ষা না করান তাহলে আপনি কোনওদিন রোগ নিরাময়ের রাস্তাটাও খুঁজে পাবেন না।"

অমিতাভ...

অমিতাভ আরও বলেন, "আমি নিজের উদাহরণ দিয়েই স্বাস্থ্যপরীক্ষা করানোর সচেতনতা বাড়াতে পারি। কারণ আমি টিউবারকিউলোসিস সার্ভাইভর, হেপাটাইটিস B সার্ভাইভার। আমার লিভারের মাত্র 25 শতাংশ কাজ করে। তবে 20 বছর পর হলেও আমি সমস্যাটা ধরতে পেরেছি, তাই সামান্য হলেও লিভারটা কাজ করছে।"

কাজের ক্ষেত্রে অমিতাভ এখন ব্যস্ত সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' ছবির শুটিংয়ে।

Last Updated : Aug 20, 2019, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details