হায়দরাবাদ, 7 এপ্রিল:বন্ধু পুত্র অঙ্গদ বীর সিং বাজওয়াকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন ৷ আগামী 23 জুলাই থেকে অনুষ্ঠিত হতে চলেছে টোকিও 2020 সামার অলিম্পিক ৷ আর তাতে অঙ্গদ স্কিট শুটিংয়ে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷ টোকিও অলিম্পিকে নির্বাচিত হওয়ায় বিগ-বি শুভেচ্ছা জানান অঙ্গদকে ৷
আজ সকালে অমিতাভ বচ্চন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অঙ্গদকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "টি-3865 অঙ্গদ বীর সিং বাজওয়া...অভিনন্দন ৷" টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্কিট শুটিংয়ে তুমি নির্বাচিত হয়েছ ৷ বিগ-বি আরও বলেন যে তিনি আর অঙ্গদের বাবা 1958তে একই ক্লাসে ছিলেন ৷ আর অঙ্গদের বাবাও একজন ভাল খেলোয়াড় ছিলেন ৷ এবং সেই সময় স্কুলেও জন্য অনেক পুরস্কার এনে দিয়েছেন ৷ এবার অঙ্গদের পালা দেশের জন্য জয় নিয়ে আসা ৷