হায়দরাবাদ, 6 এপ্রিল : আরও একবার রুপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোন ৷ এবার তাঁদের দেখা যাবে হলিউড ছবি 'দ্য ইনটার্ন' এর ভারতীয় সংস্করণে ৷ ছবির নাম একই থাকছে ৷
প্রায় এক বছর আগে এই ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন ছবির পরিচালক অমিত রবিন্দরনাথ শর্মা ৷ সেই সময় দীপিকার সঙ্গে মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের ৷ কিন্তু তাঁর মৃত্যুর পর পরিচালক প্রবীণ কোনও অভিনেতার সন্ধানে ছিলেন ৷ এরপরই অমিত বিগ-বির কাছে এই ছবির প্রস্তাব নিয়ে যান ৷ আসল ছবিতে রবার ডি নিরোকে যে চরিত্রে দেখা গিয়েছিল সেই চরিত্রেই দেখা যাবে অমিতাভকে ৷
অমিতাভ ছবির জন্য স্বাক্ষর করার পরই দীপিকা বিগ-বিকে স্বাগত জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তিনি লেখেন, "আমার খুব প্রিয় সহ অভিনেতার সঙ্গে আবার কাজ করতে পেরে আমি সম্মাননিত বোধ করছি৷ অমিতাভ বচ্চনকে 'দ্য ইনটার্ন' এর ভারতীয় সংস্করণে স্বাগত ৷"