পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

12 জুন ডিজিটালে মুক্তি পাবে 'গুলাবো সিতাবো' - gulabo sitabo

12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'গুলাবো সিতাবো'। আজ টুইট করে একথা জানান আয়ুষ্মান ও অমিতাভ দু'জনেই ।

df
sdf

By

Published : May 14, 2020, 12:07 PM IST

মুম্বই : জল্পনাটা চলছিল অনেক দিন ধরেই । অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা ও পরিচালক সুজিত সরকার । জানিয়ে দিলেন যে তাঁদের আপকামিং ছবি 'গুলাবো সিতাবো' মুক্তি পাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মেই । 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে অমিতাভ বলেন, "সবার প্রথম সুজিত সিনেমায় আমার চরিত্রর লুকটা দেখায় । যা দেখা মাত্রই আমার খুব পছন্দ হয় । প্রতিদিন মেকআপের জন্য তিন ঘণ্টা সময় লাগত আমার । আয়ুষ্মানের সঙ্গে কাজ করতেও আমার খুব ভালো লেগেছে । আমরা বন্ধুর মতোই একসঙ্গে ছবিতে কাজ করেছি । অনলাইনে ছবিটি মুক্তি পাওয়ার ফলে বিশ্বের একাধিক জায়গায় দেখতে পাওয়া যাবে ছবিটি ।"

আয়ুষ্মানের কাছেও এই ছবি খুবই স্পেশাল । তিনি বলেন, "আমার মেন্টর সুজিত সরকারের সঙ্গে এই ছবিতে কাজ করেছি । 'ভিকি ডোনর'-এর পর ফের এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করছি আমি । আর আমি যে জায়গায় দাঁড়িয়ে সেটা পুরোপুরি ওঁর জন্য । এছাড়া প্রথমবার এই ছবির মাধ্যমে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছি আমি । যা আমার কাছে একটা আলাদা পাওনা ।"

ছবি সম্পর্কে আয়ুষ্মান আরও বলেন, "ছবির সবথেকে ভালো দিকটা হল এর সরলতা । আমার মনে হয় ছবিটি দর্শকদের ভালো লাগবে । আর আমাদের কেমিস্ট্রিও সবার খুব পছন্দ হবে ।"

এ বছরের শুরুর দিকেই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল 'গুলাবো সিতাবো'। কিন্তু, দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সিনেমা হল । পিছিয়ে যায় একাধিক ছবি মুক্তির তারিখও । তারপরই ছবির ডিজিটাল মুক্তি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন নির্মাতারা । শুরু হয় জল্পনা । তবে সব জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক ও দুই অভিনেতার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিজিটালেই মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details