মুম্বই : এখন সোশাল মিডিয়ার মাধ্যমেই ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারকারা । অমিতাভও তার ব্যতিক্রম নন । রোজ নিত্যনতুন পোস্ট তো করছেনই, সঙ্গে ফ্য়ানেদের প্রশ্নের উত্তরও দিচ্ছেন ।
সম্প্রতি অমিতাভকে এক ফ্যান প্রশ্ন করেন, "প্রধানমন্ত্রী হতে চেয়েছেন কখনও ?" উত্তরে অভিনেতার উত্তর শুনলে হাসি পেতে বাধ্য আপনার ।
অমিতাভ লিখেছেন, "আরে বন্ধু, সকাল সকাল, শুভ কথা বল", বলে আবার একটা হাসির ইমোজিও দিয়েছেন তিনি । বুঝিয়ে দিয়েছেন এই ভাবনা কখনই তাঁর মাথায় আসেনি ।
ঘটনাচক্রে আজই অমিতাভের ব্লগ লেখার 12 বছর পূর্ণ হয়েছে । টুইটারে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিগ বি । লিখেছেন, "আমার ব্লগ লেখার 12 বছর পূর্ণ হল । 2008 সালের 17 এপ্রিল শুরু করেছিলাম । আজ 4424 তম দিন আর 4424 টি লেখা আমার ব্লগে । একটা সিঙ্গল দিনও বাদ দিইনি ।"
সবাইকে ধন্য়বাদ জানাতেও ভোলেননি অমিতাভ । দেখে নিন সেই পোস্ট...