মুম্বই : লকডাউন অনেক মানুষের জন্যই দুঃসহ হয়ে উঠেছে । বিশেষত যাঁরা দিনমজুর, তাঁদের অবস্থা তো সবথেকে খারাপ । কোনও উপার্জন নেই, নিজের বাড়ি থেকে অন্য শহরে আটকে, অভুক্ত অবস্থায় কোনওরকম দিন কাটছে তাঁদের । আর যাঁদের কাটছে না, তাঁরা বিদায় নিচ্ছেন পৃথিবী থেকে । এইসব মানুষদের দুরবস্থা দেখে মন ভেঙে গেছে পরিচালক অমিত শর্মার ।
IANS-কে অমিত বললেন, "কোভিড 19 আমাদের জীবনে একটা শূন্যতা তৈরি করেছে । আর অসহায় দুস্থ মানুষদের যা অবস্থা হয়েছে সেটা দেখে সত্য়িই মন ভেঙে গেছে । আমরা শুধু বসে বসে এটা দেখতে পারি না । তাই গড়িমা আরোরা, নেস ওয়াদিয়া, কণিকা ঢিল্লোঁ আর আমি মিলিত হয়েছি কিছু সাহায্য় করার জন্য ।"