ছবির বিষয় আবার MeToo মুভমেন্ট। নাম 'ম্যায় ভি'। রিয়েল লাইফে এই মুভমেন্টই অলোক নাথকে ধর্ষকের তকমা দিয়েছে। তবে রিল লাইফে তাঁকে এই মুভমেন্টের হয়েই ওকালতি করতে দেখা যাবে। কোনও এক মামলায় বিচারক হিসেবে তিনি শিশুকন্যার উপর হওয়া যৌন নির্যাতনের বিরোধীতা করবেন।
অভিযুক্ত ধর্ষক, তবুও MeToo কেসের বিচার করবেন অলোক নাথ - Alok Nath
কয়েকমাস আগের কথা। MeToo কেসে নাম জড়ায় বলিউডের 'সংস্কারি পুরুষ' অলোক নাথের। খুবই অপ্রত্যাশিত ছিল সেই নাম। লেখিকা ও পরিচালক বিনতা নন্দা অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এরপর একাধিক মহিলা এই জাতীয় অভিযোগ এনেছেন তাঁদের বিরুদ্ধে। কোর্টে কেস উঠেছে। কিন্তু, দেখা পাওয়া যায়নি অভিযুক্তের। তবে তাঁকে দেখা যাবে খুব তাড়িতাড়ি। নাসির খান পরিচালিত একটি ছবিতে বিচারকের ভূমিকায় দেখা যাবে অলোক নাথকে।
তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অলোক নাথ বলেছেন, "আমি এই মুহূ্র্তে কোনও ছবির কাজ করছি না। তবে এই ছবির শুটিং আমি অনেক আগেই করেছিলাম।" সেই সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, "কোনও অসুবিধা আছে আপনার? আমার তো মনে হচ্ছে আমি ছবি করছি বলে আপনি দুঃখ পাচ্ছেন। গরীব প্রযোজকদের জন্য একটা ছোট্ট চরিত্র করেছি। এটাকে মুক্তি পেতে দিন।"
ছবিতে রয়েছেন খালিদ সিদ্দিকি, শাওয়ার আলি, ইমরান খান, সোনালি রাউত সহ আরও অনেকে। পুরো ছবিটি ভোপালে শুট করা হয়েছে।