মুম্বই : বিয়ের ডেস্টিনেশনও নাকি ঠিক করে ফেলেছেন আলিয়া ও রণবীর! শোনা যাচ্ছে, রণবীর-দীপিকার মতো তাঁরা নাকি ইট্যালির লেক কোমোয় বিয়েটা করবেন। আর সেই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন সোনি। বললেন, "ভিত্তিহীন গুজব!"
ব্রহ্মাস্ত্রের শুটিং শুরুর পর থেকেই আলিয়া-রণবীরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। কখনও তাঁদের সম্পর্ক নিয়ে তো কখনও বিয়ে নিয়ে একের পর এক গুজবও রটতে থাকে। সম্প্রতি দুই তারকাই প্রকাশ্য়ে নিজেদের ভালোবাসার কথা স্বীকার করেছেন। আর এরপর থেকেই তাঁদের বিয়ের জল্পনা যেন আরও বেড়েছে।