মুম্বই : আজই মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবিতে আলিয়া ভাটের লুক । একেবারে নতুন ধরনের চরিত্রে দেখা গেছে তাঁকে । ছবিতে তাঁকে দেখা যাবে মাফিয়াদের প্রধান গাঙ্গুবাইয়ের চরিত্রে । আর তাঁর এই লুক দেখে অবাক অনেকেই । সোশাল মিডিয়ায় কমেন্ট করেন বলিউডের একাধিক তারকা ।
আলিয়ার এই লুক টুইট করে মা সোনি রাজদান লেখেন, "সুন্দর, রোমাঞ্চক ও রোহস্যজনক । সব কিছুই রয়েছে । ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে পারছি না ।"
জেনিলিয়া দেশমুখ লেখেন, "এই মেয়ে অন্য রকম । তুমি যে চরিত্রই করো না কেন সেখানে উজ্জ্বল হয়ে থাকো । এই লুক অসাধারণ ।"