মুম্বই : কোরোনা পরবর্তী সময়ে সেজেগুজে বাইরে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছে । তাই একটা নতুন জামা, একটা নাইট-আউট খুব স্পেশাল এখন সবার জীবনে । আলিয়া ভাটও সেজে উঠলেন নতুন জামায় । সোশাল মিডিয়া পোস্টে প্রকাশ করলেন তাঁর উচ্ছ্বাস ।
সিন্ড্রেলা-র গল্পকে একটু অন্যভাবে নিজের সঙ্গে মেলালেন অভিনেত্রী । বললেন, সিন্ড্রেলা নাকি কোনওদিন রাজপুত্রকে চায়নি । সে কেবলমাত্র একটা নতুন জামা আর একটি নাইট-আউট চেয়েছিল ।