মুম্বই : সারা পৃথিবী জুড়ে আমাদের পরিবার। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে এই সুন্দর পৃথিবীতে দাঁড়িয়ে এমনটাই উপলব্ধি নীতু কাপুরের। তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁদের নিউ ইয়র্কের বাড়িতে হওয়া একটি পার্টির ছবি। সেখানে কাপুর পরিবারের সঙ্গে দেখা গেল আলিয়া ভাট ও বচ্চন পরিবারকেও।
ঋষি কাপুরের সঙ্গে নীতু ছায়ার মতো থেকেছেন এতগুলো বছর। কাজের কারণে ছেলে রণবীর সশরীরে সবসময়ে থাকতে না পারলেও, পরিবারের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড তিনি। ছবিতেও সেই পারিবারিক নির্ভরশীলতা ফুটে উঠেছে।